Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাংগঠনিক কাঠামো

সাংগঠনিক কাঠামোঃ

বিআরডিবি‘র সকল কার্যক্রম মহাপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। প্রধান কার্যালয় ও মাঠ কার্যালয় সম্বলিত ‘ দ্বি-স্তর’ বিশিষ্ট প্রশাসনিক ব্যবস্থার সকল মাধ্যমে সকল কার্যক্রম বাস্তবায়ন করা হয়। সরেজমিন বিভাগের সার্বিক তত্ত্বাবধানে মাঠ পর্যায়ের কার্যক্রম পরিচালিত হয়। মাঠ পর্যায়ের কার্যালয়ের মধ্যে রয়েছে জেলা দপ্তর ও উপজেলা দপ্তর। উপজেলা দপ্তর মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন ও সরাসরি জগগণের সেবা প্রদান করে। সদর দপ্তর ও উপজেলা দপ্তরের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে জেলাদপ্তর্। বিভাগীয় পর্যায়ে বিআরডিবি‘র দপ্তর সৃজনের কার্যক্রম চলমান রয়েছে।

সদর দপ্তর

***** বিআরডিবি‘র সদরদপ্তর ঢাকায় অবস্থিত। সদরদপ্তরে জমিজনের বিভাগ, প্রশাসন বিভাগ, অর্থ ও হিসাব বিভাগ, পরিকল্পনা বিভাগ এবং প্রশিক্ষণ বিভাগসহ মোট 5টি বিভাগ রয়েছ। প্রতিটি বিভাগ একজন পরিচালকের নেতৃত্ত্বে পরিচালিত হয়। যুগ্মপরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক ও অন্যান্য কর্মচারীবৃন্দ পরিচালকের বিভাগ পরিচালনায় সহায়তা করেন। এছাড়াও সদরদপ্তর বিআরুিডবি কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প/ কর্মসূচিসমূহের আলাদা দপ্তর রয়েছে।

জেলা দপ্তর

***** দেশের 64 টি প্রশাসনিক জেলায় বিআরডিবি’র জেলাদপ্তরসমূহ অবস্থিত। ডজলাদপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন একজন উপপরিচালক । তাঁেকে সহযোগিতা করেন একজন উপপ্রকল্প পরিচালক (30টি জেলায়), একজন হিসাবরক্ষক ও অন্যান্য কর্মচারীবৃন্দ। জেলাদপ্তর সমূহের প্রধান কার্যক্রম  হলো জেলা প্রশাসন ও জেলা পর্যায়ে প্রস্তত ,উপজেলাদপ্তরের কার্যক্রম সমন্বয়, তদারকি ও পরিবীক্ষণসহ অন্যান্য কাজ এবং সদর দপ্তর  ও উপজেলায় দপ্তরের মধ্যে সেতুবন্ধন  হিসেবে কাজ করা।

 উপজেলা দপ্তর

দেশের প্রশাসনিক বিন্যাসের সর্বনিন্ম স্তর উপজেলাতে বিআরডিবি‘র উপজেলা দপ্তর অবিস্থত। বর্তমানে বিআরডিবি‘র উপজেলা দপ্তরের সংখ্যা 494টি। উপজেলা দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা(ইউআরডিও)। ইউআরডিওকে সার্বিক সহযোহিতাাি করার জন্য রয়েছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (এআরডিও), হিসাবরক্ষক ও বিভিন্ন প্রকল্প/কর্মসূচির কর্মচারিবৃন্দ। উপজেলা দপ্তরের প্রধান কাজ হলো স্থানীয় পর্যায়ে জন অংশীদারিত্বমূলক কর্মপরিকল্পনা প্রণয়ন, সদরদপ্তরের নিদের্শনা মোতাবেক বিভিন্ন প্রকল।প/কর্মসূচির মাঠ পর্যায়ে বাস্তবায়ন, স্থানীয় প্রশাসন, জাতিগঠনমূলক বিভিন্ন বিভাগ/সংস্থা, স্থানীয় সরকার ও বিআরডিবি মধ্যে সমন্বয়সাধন।