Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

উপজেলা পল্রী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

বাংলাদেশ পল্রী উন্নয়ন বোর্ড

ভৈরব, কিশোরগঞ্জ।

এক নজরে

* পল্লীতে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠী দারিদ্র্য ‍বিমোচনের লক্ষ্যে শ্রেনী ও পেশাভিত্তিক সংগঠক তৈরিতে সহযোগিতা প্রদান।

* উপকারভোগী সদস্যদের আর্থ -সামাহজক উন্নয়নের ক্ষ্যে উপজেলায় বাস্তবায়নাধীন যাবতীয় প্রকল্প/কর্মসূচি বাস্তাবায়ন।

* দরিদ্র জনগোষ্ঠীর স্বনির্ভতা অর্জনের লক্ষ্যে ক্ষুদ্র ক্ষুদ্র জমার মাধ্যমে নিজস্ব পুজিঁ গঠনে সদস্যদের উদ্বুদ্ধ করা।

* উৎপাদনমূখী ও আয়বৃদ্ধিমূলক কর্মকান্ড বাস্তবায়নকলে।প ঋণ মঞ্জুরি, বিতরণ ও আদায় কার্যক্রম পরিচালনা করা।

* আনুষ্ঠনিক সমিতি ও অনানুষ্ঠিক দল গঠন পূর্বক সদস্যদের ক্ষুদ্র ঋণ প্রদানের ব্যবস্থা প্রদান।

* উপকারভোগীর সদস্যদের সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য চাহিদা ভিত্তিক প্রশিক্ষনের আয়োজন করা।

* ইস্পিত জনগোষ্ঠীর নিরবিচ্ছিন্ন উন্নয়ন নিশ্চিতকল্পে উপজেলায় ব্যাট্ত সকল কার্যক্রম বাস্তবায়ন ও যথাযথাভাবে তদারকি করা।

* উপকারভোগী সদস্যদের অন্যান্য জাতিগঠনমূলক বিভাগের সেবা প্রাপ্তির লক্ষ্যে আন্তঃ বিভাগীয় সমন্বয় সাধন করা।

* কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচযন্ত্র ব্যবস্থাপনা এবং পরিবেশ উন্নয়নকল্পে, বৃক্ষরোপন, স্যারিটেশনসহ নানামূখী সম্প্রসারণমূলক কার্যক্রম পরিচালনা করা।

* সদস্যদের শেয়ার ও সঞ্চয় আমানত সংগ্রহের মাধ্যমে নিজস্ব পুজিঁ গঠন করা হয়্

* সমিতির সদস্যগনকে সহজ শর্তে উপকরনের (সার, বীজ, কীটনাশক সেচ যন্ত্রপাতি) জন্য ঋণ প্রদান করা।

* সমবায়ীদের উৎপাদিত শস্যের বাজারজাতকরণের সুযোগ সুষ্টি এবং ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহাযতা করা।

* নারী ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব বিকাশে সচেতন বৃদ্ধি, নারী নির্যাতন রোধ ও যৌতুক প্রথা নির্মূলে সচেতন র্সষ্টিতে উদ্যোগ গ্রহণ করা।

* সদস্যদের বয়স্ক শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা  ইত্যাদি বিষয়ে পরামর্শ প্রদান করা।

* বৃক্ষরোপন ও স্যানিটেশন সম্পকে সচেতনতা বৃদ্ধিকল্পে পরামর্শ ও সহযোগিতা করা।

* অস্বচ্ছল বীর মুক্তিডোদ্ধা ও তাদের পোষ্যদের আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নামমাত্র ঋণ প্রদান করা।

* গ্রামীণ দরিদ্র মােনুষের আর্থ-সামাজিক উন্য়নে সহযোগিতা প্রদান এবং গ্রামীণ নেতৃত্বের বিকাশ ও দেশের অর্তনৈতিক উন্নয়নে দরিদ্র জনগোষ্ঠীকে সম্পক্ত করা।

* এ কার্যালয়ের কোন কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ পল্লী উন্নয়ন কর্মকর্তার নিকট উত্থাপিত হলে তার প্রতিকার করা।