Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

 

পরিকল্পনা বিভাগের মাধ্যমে বিআরবি’র ভবিষ্যৎ কার্যক্রম ও প্রকল্প/ কর্মসূচির প্রস্তাবনা তৈরি, চলমান প্রকল্পসমূহের যথাযথ পরিবীক্ষণ, গবেষনণা, ও মূল্যায়ন করা, আধুনিক তথ্য প্রযুক্তির প্রয়োগ ও সকল প্রকার ভৌত অবকাটামো নির্মাণ/মেরামত/সংস্কার যাবতীয় কার্যাদি সম্পন্ন করা হয়। বিভাগের অধীন 2টি অনুবিভাগ ও 5টি শাখা রয়েছে। অনুবিভাগ 2টি হলোৎ (1) গবেষনণা, ও মূল্যায়ন শাখা, (2) পরিকল্পনা অনুবিভাগ। বিভাগের আওতায় শাখা 5টি হলো (1) পরিকল্পনা শাখা (2)  গবেষনণা, ও মূল্যায়ন শাখা (3) পরিবীক্ষণ শাখা (4) প্রোগ্রিামিং শাখা (5) নির্মাণ শাখ্ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন পরিচালক (পরিকল্পনা) এবং 2টি অনুবিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন দুইজন যুন্মপরিচালক। শাখাসর্মহের প্রধান হিসেবে উপপরিচালক দায়িত্ব পালন করেন। উপপরিচালকদের সহায়তা করার জন্য প্রতিটি শাখায় রয়েছে সহকারী পরিচালক ও অন্যান্য কর্মচারিবৃন্দ্ পরিকল্পনা বিভাগের শাখা ভিত্তিক উল্লেখযোগ্য নিম্নরুপ ।

 

রুপকল্প ও সমসামজিক উন্নয়ন নীতি ও কৌশলের সাথে সংগতি রেখে বিআরডিবি’র প্রাতিষ্ঠানিক কর্মপরিকল্পনা প্রণয়ন এ শাখায প্রধান কাজ। এ কর্মধারার প্রধান অংশ হচ্ছে-

 

**** উন্নয়ন প্রকল্পের ডিপিপি, টিপিপি, আরডিপিপিি, আরটিপিপি, পিডিপিপি ও প্রকল্প সারসংক্ষেপ প্রণয়ন ও প্রনীত প্রস্তাবসমূহ প্রক্রিয়াকরনের নিমিত্তে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগবা কর্তৃপক্ষের সাথে সমন্বয়সাধন।

**** বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) ও মধ্য মেয়াদী বাজেট কাঠামো (এমটিবিএফ) মন্ত্রণালয় প্রেরণ ওসমন্বয়।

**** পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাথে বিআরডিবি’র বার্ষিক কর্ম সম্পাদন চিুক্তির খসড়া প্রণয়ন ও চুড়ান্তকরণ।

**** মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, ইআরডি, উন্নয়ন সং!স্থা ও সহযোগী দেশের প্রতিনিধিদের সাথে যোগাযোগ ও সমন্বয়।

**** সরকারের চাহিদা অনুযায়ী জাতীয় গুরুত্বপূর্ন বিষয়ে (যেমন - আইন, বিধি, নীতিমালা ইত্যাদি) মতামত প্রদান্

 

শাখা পরিকল্পনা