Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

 ভিশম ও মিশন ()
 

2.1 ** রুপকল্প (vission)

**** ‘‘ মানব সংগঠক ভিত্তিকি উন্নত পল্লী ‘’

2.2 ** অভিলক্ষ্য (Mission)

**** স্থানীয় জনগোষ্ঠীকে সংগঠিত করে প্রশিক্ষণ, মূলধন সৃর্জন, আধুনিক প্রযুক্তি, বিদ্যামান সুযোগ ও মানব সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা মাধ্যমে আত্নানির্ভরশীল পল্লী।

 

2.3 ** কৌশলগত উদ্দেশ্যসমূহ (STRATEGIC OBJECTIVES)

** সদস্যদের আর্থিক সেবাভূক্তি।

** মানব সম্পদ উন্নয়ন;

** কৃষি উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্রি সম্প্রসারণ;

** পল্লীর দরিদ্র জনগোষ্ঠীর সমক্ষতা উন্নয়ন;

** পল্লীর জনগনের কর্মসংস্থান সৃষ্টি।

2.4 কার্যাবলি (functions)

** সমবায় সমিতি ও পল্লী উন্নয়ন দল গঠন;

** মানবিক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ;

** উপকারভোগীদের মূলধন সৃষ্টি ও ব্যবস্থাপনা;

** কৃষি ঋণ, ক্ষদ্রঋণ বিতরণ ও ব্যবস্থাপনা;

** বিভিন্ন অংশীজনদের ( stakeholder) মাঝে পল্লী উন্নয়ন কার্যক্রমের সমন্বয়সাধন;

** পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন বিষয়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন;

** গগ্রামীণ নেতৃত্বের বিকাশ ও নারীর ক্ষমতায়ন;

** কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সেচযন্ত্রসহ ও অন্যান্য আধুনিক কৃষি প্রযুক্তি হস্তান্তর ও সম্প্রসারণ এবং অপ্রধান শস্য উৎপাদনে সহায়তা;

** সুফলভোগীদের উৎপাদিত পণ্যের পিণন সংযোগ স্থাপনের মাধ্যমে পল্লী উৎপাদন বৃদ্ধি ও পল্লী পণ্যের প্রসার;

** স্থানীয় উন্নয়নে জনগনের অংশগ্রহনের সুযোগ সৃষ্টি এবং জাতিগঠনমূলক বিভিন্ন দপ্তরের সাথে গ্রামীণ জনগোষ্ঠীর সংযোগ স্থাপন ও প্রদত্ত সেবার সমন্বয়;